প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৫ , ৫:২১:৪৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টের নিয়মিত টহল কালীন সময়ে অদ্য ২৩ এপ্রিল আনুমানিক সময় সকাল ৬টায় গাড়ীসহ আকাশমনি রদ্দা কাঠ আটক করা হয়।আনুমানিক ২০০ ঘনফুট কাঠ। যা বর্তমানে বাজার মুল্য আনুমানিক পাচ লাখ টাকা। জানা যায় অবৈধ গাছের গাড়িটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল ত্রিপল দিয়ে গাড়িটি সন্দেহ হলে থামানো হয় এবং সার্চ করা হয়। সার্চ করলে অবৈধ কাঠ পাওয়া যায় কাঠের পক্ষে বৈধ কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার হেলপার দৌড়ে পালিয়েযায়।সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র নাই বিধায় গাড়ি সহ অবৈধ কাঠ আটক করা হয় । পরবর্তীতে গাড়ী নাম্বার ঢাকা মেট্রো ড ১৪-৭১৩৫ সোনারগাঁও অফিস হেফাজতে নিয়ে আসা হয় । বন মামলা প্রক্রিয়াধীন।