জাতীয়

সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে…খাদ্য ও ভূমি উপদেষ্টা

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ৩:৩৪:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ :

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ খাদ্যশস্য মজুত রয়েছে।তাই খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রামের অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন করে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। আর এবার হাওরসহ সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশ। আর কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায় সেটি নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

খাদ্য উপদেষ্টা বলেন, কৃষক ও জিরাতিরা হলো দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ফসল ফলায় সেটি দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্য জোগান হয়। তিনি এ সময় হাওরের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে খালবিল শুকিয়ে ফেলার প্রবণতা, সার বীজের প্রাপ্যতা নিশ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগুলোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

মত বিনিময় সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রামের কৃষি কর্মকর্তা অভিজিত সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে করার ইসি প্রস্তুতি শুরু করে দিয়েছে…সিইসি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে…প্রধান উপদেষ্টা

পুঁজিবাজারে ১৪টি কোম্পানির চেয়ারম্যান এমডি সচিবকে তলব করেছে : বিএসইসি

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে একশ’ জনকে পুলিশের চাকরি দেয়া হচ্ছে…স্বরাষ্ট্র উপদেষ্টা

যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেয়ার আহ্বান: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম