অপরাধ

সরকারবিরোধী মিছিলের পরিকল্পনার সময় ছাত্রলীগের তিন নেতাকে আটক

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ৫:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

রাসেল খান যাত্রাবাড় ঢাকা:

রাজধানীর জুরাইন এলাকায় সরকারবিরোধী মিছিলের পরিকল্পনার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুন (২০)।

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সকাল ৬টার দিকে জুরাইনের খন্দকার রোডে অবস্থিত মাশাআল্লাহ হোটেলের সামনে ৫-৬ জনের একটি দল সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল ইউনিট ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content