প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৯:২৪ প্রিন্ট সংস্করণ
সভায় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এ দেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবিদের হত্যা করে। তারা ভেবে ছিল এদেশকে মেধাশূন্য করতে পারলে বাঙালি জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, ওসি মো. সিরাজুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিল।