অপরাধ

মারধরের পর চাঁদাবাজ আখ্যা দিয়ে ভুক্তভোগীকে থানায় সোপর্দ যাত্রাবাড়ী আরতের সামনে পরিবহন চাঁদাবাজিতে বাঁধা দেয়ার জের

  প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ৩:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

মাহাবুর রহমান ভূঁইয়া ও রাসেল খান, যাত্রাবাড়ী, ডেমরা,ঢাকা:

পরিবহন থেকে সিটি কর্পোরেশনের নামে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ার জেরে মো. তারেক জাহাঙ্গীর (৩২) নামে ডেমরার এক বিএনপি নেতাকে বেধড়ক মারধর করেছে যাত্রাবাড়ীর চিহ্নিত সন্ত্রাসীরা। পরে তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে ওই সন্ত্রাসীরাই যাত্রাবাড়ী থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় জাহাঙ্গীরের চোখ ও শরীরের অভ্যন্তরে আঘাত পাওয়ায় বর্তমানে সে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক নেতা পরিচয় দানকারী ফাহিমের নামে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী গুলজারের নেতৃত্বে যাত্রাবাড়ী সিটি মার্কেটের সামনে জাহাঙ্গীরকে বেধড়ক মারধর করে সঙ্ঘবদ্ধ ওই সন্ত্রাসীরা। ভুক্তভোগী ওই মার্কেটের হিসাব রক্ষক হিসেবে দায়িত্বরত ও ডেমরা থানাধীন ৬৭ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ২ নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক।

এদিকে ১২ জুন,বৃহস্পতিবার দুপুর দেড় টায় খালি গায়ে করে যাত্রাবাড়ী থানা পুলিশ জাহাঙ্গীরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার মাথায় ৬/৭ টি সিলি দিতে হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনার পর তার পরিচয় পেয়ে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগীর বন্ধু মাহমুদ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী থেকে যাত্রাবাড়ী আরতের সামনে যাত্রাবাড়ী যুবদল নেতা পরিচয় দানকারী ফাহিমের লোকজন পরিচয়ে সিটি কর্পোরেশনের রিসিট দিয়ে চাঁদাবাজি করে আসছে কতিপয় কিশোর গ্যাংয়ের ছেলেপেলে। আরতের মালামাল পরিবহনকারী যানবাহন চালকদের কাছ থেকে তারা (পদ্ম ট্রেডিং কোম্পানি ৯৪, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪) সিটি কর্পোরেশনের রিসিট দিয়ে ১০ টাকা করে চাঁদা আদায় করে যা ওপেন সিক্রেট। এদিকে ভুক্তভোগী জাহাঙ্গীর এ বিষয়ে তাদের গত ১,২ ও ১১ জুন পর্যায়ক্রমে বাধা দিলে চাঁদাবাজরা বলে আমরা ফাহিম ভাইয়ের লোক।

তবে গত বুধবার (১১) জুন চাঁদাবাজরা ফাহিমের লোক হিসেবে প্রমাণ করতে পারেনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে বৃহস্পতিবার সকালে সিটি মার্কেটের সামনে পেয়ে গুলজারের নেতৃত্বে আসা ৬০-৭০ জনের সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং, চাঁদাবাজ ও স্থানীয় সন্ত্রাসীরা জাহাঙ্গীরের উপর অতর্কিত হামলা চালায়। আর এ ঘটনার ভিডিও ফুটেজ সহ সকল প্রমাণাদি সিটি মার্কেটের সিসি ক্যামেরা রয়েছে।

এ বিষয়ে পদ্ম ট্রেডিং কোম্পানির ইজারাদার এস এম হানিফ বলেন, সিটি কর্পোরেশন থেকে পার্কিংয়ের ইজারা নেওয়া আমার। ওই চাঁদাবাজরা আমার রশিদ নকল করে ছাপিয়ে আরতের সামনে চাঁদাবাজি করে। এ বিষয়ে আমি স্থানীয় থানা পুলিশকে অভিহিত করেছি। যাত্রাবাড়ী থানার ওসি বলেছে বিষয়টি দেখছে। প্রকৃতপক্ষে আমি যাত্রাবাড়ী থানা থেকে একটি ক্যাবেক্স সিএনজি পাম পর্যন্ত পার্কিংয়ের ইজারা নিয়েছি যা খন্ড খন্ড ভাবে অন্যদের সাব কন্ট্রাকে দিয়েছি। প্রকৃতপক্ষে বিনা সাক্ষরে ওই চাঁদাবাজরা ফাহিম ও গুলজারের নেতৃত্বে অবৈধভাবে চাঁদাবাজি করছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, বিএনপি নেতা ও সিটি মার্কেট এর ম্যানেজার জাহাঙ্গীর তার চিকিৎসা শেষে যদি মামলা করতে আসে তাহলে আমলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও মামলা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content