জাতীয়

২৪ ঘন্টার ভারতের ত্রিপুরা ও কলকাতার হাইকমিশনার ঢাকায় ফেরার নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৩:৫৬:৩৭ প্রিন্ট সংস্করণ

বুধবার (৪ ডিসেম্বর) সংক্ষিপ্ত নোটিশে তাদের এ নির্দেশনা দেয়া হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন তারা।

এ দিকে, কর্মকর্তারা ঢাকায় ফেরায় আপাতত ‘মাথা শূন্য’ অবস্থায় রয়েছে কলকাতার ডেপুটি হাইকমিশন। তবে, ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, ইতিমধ্যেই শাবাব বিন আহমেদকে (মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস দ্য হেগ) কলকাতায় যোগদানের নির্দেশ দিয়েছে ঢাকা। তবে, তার যোগদানে বেশ কিছুটা সময় লাগবে বলেও জানা গেছে।

গত ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় এক দল উগ্র ভারতীয়। হামলায় হাই কমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় ও আগুন দেয়া হয় জাতীয় পতাকায়। অন্তর্বর্তী সরকারের ওই হাই কমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের পরিচয়সহ প্রকৃত সংখ্যার নির্ধারণে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি

ষোড়শ সংশোধনী মামলার আসল লক্ষ্য ছিল বিচারপতিদের স্বাধীনতাকে সংকটে ফেলা…সুপ্রিম কোর্ট

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধের অভিযানে…পরিবেশ অধিদপ্তর

বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সমান্তরাল সরকার কার্যকর রয়েছে…দেবপ্রিয় ভট্টাচার্য

প্রধানমন্ত্রীর কাছে টাঙ্গাইল শাড়িসহ ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর

ফতুল্লা প্রেসক্লাবকে হুমকি দেয়ার অভিযোগে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন