প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ১:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক সংক্রান্ত আলোচনার দ্বিতীয় দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ।
শুক্রবার (১১ জুলাই) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান।
পোস্টে উল্লেখ করা হয়, ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ ভবিষ্যৎ বাণিজ্য কাঠামো ও শুল্কনীতি নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা করে। বেশ কিছু বিষয়ে পারস্পরিক বোঝাপড়া হলেও কিছু ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।
দ্বিতীয় দিনের আলোচনায় একটি উল্লেখযোগ্য দিক ছিল বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের একান্ত বৈঠক। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান ও শুল্কসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। সেখানে শেখ বশিরউদ্দীন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং ন্যায্য শুল্ক নীতির দাবি জানান
প্রধান উপদেষ্টার পোস্টে আরও জানানো হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানিও বাড়াতে আগ্রহী এবং এ বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেয়।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই শুল্ক আলোচনা পর্বে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। আলোচনায় বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরীও অংশ নিয়েছেন।