প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ২:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ
আ জা ডেক্স:
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে পুনরায় কলেজ ক্যাম্পাসে ফিরতে হয়েছে।
সোমবার বিকেলে কলেজ ত্যাগের পর তাঁরা দিয়াবাড়ি গোলচত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাঁরা সেখান থেকে কলেজ ক্যাম্পাসে ফিরে যান এবং পরে একটি ভবনে আশ্রয় নেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, গোলচত্বরে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা মূল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। মাইলস্টোন স্কুলের শত শত শিক্ষার্থীর সঙ্গে সংহতি প্রকাশ করে যোগ দেন রাজউক উত্তরা মডেল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং স্থানীয় বাসিন্দারাও।
শিক্ষার্থীরা সরাসরি আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং কলেজ চত্বরে “ভুয়া ভুয়া” স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।
বিকেল সাড়ে তিনটার কিছু আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম গাড়িতে করে কলেজ ত্যাগ করেন। তবে দিয়াবাড়ি মোড় পার হওয়ার আগেই, বিকেল পৌনে চারটার দিকে, শিক্ষার্থীরা গাড়ি ঘিরে ফেলে বাধা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুবার শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন। তবে ছাত্ররা সরে না গিয়ে প্রতিবাদ অব্যাহত রাখে।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে তাঁদের দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আমরা প্রতিটা দাবি পূরণ করব। বিশ্বাস রাখেন।”
তবে আশ্বাসের পরেও ছাত্রদের আন্দোলন থামেনি। এর কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টারা আবার কলেজ ভবনের দিকে ফিরে যান। তখনো ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।