সারাদেশ

ডেমরায় ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৯:৩৩:২৫ প্রিন্ট সংস্করণ

মাহবুবুর রহমান ভূইয়া:
রাজধানীর ডেমরায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ‘তারুণ্যের প্রতিভা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে মঙ্গলবার (১১ মার্চ)  দুপুরে পূর্ব বক্সনগর এলাকায়  এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  মিছিলটি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন থেকে শুরু হয়ে আশেপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’ সহ নানা স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, দেশে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষণ, নিপীড়ন সহ বিভিন্ন সময় সহিংসতার শিকার হলেও বিচার পাচ্ছে না অধিকাংশ ভুক্তভোগী। তাই ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক পরিস্থিতি চরম অবনতি হয়েছে। কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। দেশে ক্রমেই নারী নির্যাতন, হত্যা, চুরি ও ছিনতাই বাড়ছে, যা নিয়ন্ত্রণে ব্যর্থ সংশ্লিষ্ট সকলে। আর বর্তমান অনাকাঙ্ক্ষিত এসব পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে। বিশেষ করে দেশব্যাপী চলমান সকল ধর্ষণের ঘটনা দ্রুত বিচার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি আমরা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, মো. সায়েম পিয়াস, ওমর ফারুক মো: জুনায়েদ, মো: সিয়াম ও মো:সূর্য সহ আরও অনেকেই।

আরও খবর

Sponsered content