গণঅভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দিয়ে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে রাজনৈতিক সংস্কারসহ রাষ্ট্রীয় ও সাংবিধানিক পরিবর্তনের দিকনির্দেশনাও তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র পাঠ করেন ড. ইউনূস। দিনটি উদযাপন করা হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে।
ঘোষণাপত্র পাঠ করে ড. ইউনূস বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে।
২৮টি দফা নিয়ে গঠিত ঘোষণাপত্রের ২৪ নম্বর দফায় শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে বলা হয়েছে, “বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।
এছাড়াও ঘোষণাপত্রে জানানো হয়, “বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

 
                















 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                     
                     
                     
                     
                     
                     
                     
                    


