রাজনীতি

এনসিপি কিছু তরুণ নেতা,কর্মী নিয়মিতভাবে ডিসি,এসপির কার্যালয়ে গিয়ে অনভিপ্রেত আচরণ করছে…স্বেচ্ছাসেবক দল

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ১:০০:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নোয়াখালী:

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ অভিযোগ করেছেন, ০৫ আগস্টের পর থেকে তাদের সংগঠন কোনো সরকারি দপ্তরে গিয়ে দাফতরিক কার্যক্রমে হস্তক্ষেপ করেনি।

কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু তরুণ নেতা ও কর্মী নিয়মিতভাবে ডিসি ও এসপির কার্যালয়ে গিয়ে অনভিপ্রেত আচরণ করছে বলে অভিযোগ তোলেন তিনি।

মঙ্গলবার ১৫ জুলাই, বিকেলে নোয়াখালী জেলা শহরে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “আমরা এতদিন সহ্য করেছি, কিন্তু এখন সব সহ্যের সীমা পেরিয়ে গেছে। আজকের পর যদি কাউকে সরকারি দপ্তরে গিয়ে দালালি বা চাঁদাবাজির মতো কাজে জড়িত দেখতে পাই, তাহলে আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দেব না, বরং নিজেরাই শাস্তির ব্যবস্থা করব।

এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি ও দলটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, স্বেচ্ছাসেবক দলের নেতা জহিরুল ইসলাম তারেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান এবং ছাত্রদল নেতা জিয়াউর রহমান রায়হানসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এদিকে এনসিপিকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার এমন মন্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখা ক্ষোভ প্রকাশ করেছে, যদিও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি।

আরও খবর

Sponsered content