সারাদেশ

এইচএসসিতে বৃত্তি পেলেন লালমোহন হা-মীমের ৬ শিক্ষার্থী

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৪ , ১২:২৮:২৭ প্রিন্ট সংস্করণ

আকবর জুয়েল, লালমোহন, ভোলা:
ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৬ শিক্ষার্থী এইচএসসিতে বৃত্তি পেয়েছেন। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলার সব কয়টি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীরা।
এইচএসসিতে হা-মীম থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- শেখ জুনায়েদ ইসলাম, মো. নোমান হোসেন, মুশফিকুর রহমান, সাবিকুন্নাহার, মারজিয়া খানম এবং নূজহাত জামান।
ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরআগে প্রতিষ্ঠানটি থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। বাকিরা এ গ্রেড পেয়ে পাস করেন।
অপরদিকে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের সাফল্য অর্জন করে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন শিক্ষার্থী। বাকিরা এ গ্রেড পেয়ে পাস করে। ২০২৪ সালের এসএসসির ওই পরীক্ষায় বৃত্তি পায় ১৯ জন শিক্ষার্থী।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।

আরও খবর

Sponsered content