আন্তজার্তিক

ইরানকে সমর্থন দিয়ে ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান…পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  প্রতিনিধি ১৪ জুন ২০২৫ , ১:৪৯:১৯ প্রিন্ট সংস্করণ

 আ জা ডেক্স আন্তর্জাতিক:

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদের এক অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।

দুনিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, খাজা আসিফ বলেন, ইসরাইল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। তবে এই হামলায় ইসরাইল একা কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি উল্লেখ করেন, ইরান পাকিস্তানের নিকটবর্তী দেশ এবং তাদের সম্পর্ক বহু শতাব্দী ধরে টিকে আছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ইরানের পাশে আছে বলেও জানান তিনি। তার ভাষায়, ইরানিরা তাদের ভাই, তাদের যন্ত্রণায় তারাও ব্যথিত। তাই ইরানের স্বার্থ রক্ষা করা পাকিস্তানের কর্তব্য।

খাজা আসিফ আরও বলেন, বর্তমানে ইসরাইল একসাথে ইয়েমেন, ইরান ও ফিলিস্তিনকে টার্গেট করছে। এ অবস্থায় মুসলিম বিশ্বের পারস্পরিক সংহতি ও ঐক্য অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে বলেন, আজ যদি মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে এবং নিজেদের মধ্যে বিভক্ত থাকে, তাহলে ভবিষ্যতে সবাইকে ইসরাইলের টার্গেটে পরিণত হতে হবে।

তার মতে, এমনকি পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিম জনগণও এখন ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হচ্ছেন, তাদের মানবিকতা জাগ্রত হয়েছে। অথচ মুসলিম বিশ্ব এখনও ঘুমিয়ে রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান সবসময়ই নিজেদের অবস্থানে অটল থেকে ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেয়নি এবং কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কও স্থাপন করেনি।

আরও খবর

Sponsered content