খেলাধুলা

ইতালিকে কাঁদিয়ে ব্রাজিলের স্বপ্নের হেক্সা মিশন পূরণ

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:১২:৩০ প্রিন্ট সংস্করণ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২২ সালে কাতার বিশ্বকাপে হেক্সা মিশনে নেমেছিল দলটি। কিন্তু কোয়ার্টার ফাইনালেই হতাশ হয়ে ফিরতে হয় সেলেসাওদের। ব্রাজিল জাতীয় দল হেক্সা মিশনের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও স্বপ্ন পূরণ করেছে বিচ ফুটবল দল।

ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।

১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ব্রাজিল ও ইতালি। রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুইটি। ফাইনালে এক রদ্রিগোর কাছেই পরাস্ত হয় ইতালি। রদ্রিগো একাই করেন তিন গোল। একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। আর একটি আত্মঘাতী গোল হয়।

অপরদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই।

এবারের বিচ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে হারানোর পর শক্তিশালী পর্তুগালকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-৩ গোলে জিতে অপরাজিত থেকেই গ্রুপপর্ব শেষ করে সেলেসাওরা।

এরপর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল।

এদিকে ব্রাজিলের কাছে ফাইনাল হেরে বিচ ফুটবলে আরও একবার কপাল পুড়ল ইতালির। এর আগে আরও দুইবার ফাইনালে হেরেছে ইউরোপের দলটি।

আরও খবর

Sponsered content

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারামুক্ত

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের পরিচয়সহ প্রকৃত সংখ্যার নির্ধারণে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি

খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান খোশরোজ কিতাব মহলের স্বত্বাধিকারী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মহীউদ্দীন আহমদ

ড. ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মির্জা ফখরুল

তিউনিসিয়া উপকূলে নিহত ৯ জনই বাংলাদেশি, ধারণা আইওএমের