প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ৬:০৮:২৬ প্রিন্ট সংস্করণ
আ জা ডেক্স:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ হওয়ায় এই সহায়তা গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা ও সমন্বয়ের পর এই উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শীর্ষ পর্যায়ের সূত্র জানিয়েছে, “আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক – যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।”
সূত্রটি আরও জানায়, মেডিক্যাল ইকুইপমেন্টও সঙ্গে পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনে আরও চিকিৎসক পাঠানোর প্রস্তুতি রয়েছে।
দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশি পররাষ্ট্র সচিবকে ফোন করে ভারতের সহমর্মিতা জানান এবং যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি লেখেন, এই সংকটে “ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত।”
তারপর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে টানা যোগাযোগ চলছে।
ঢাকা থেকে জানানো হয়েছিল, অধিকাংশ আহতের দেহের বড় অংশ দগ্ধ – এমন রোগীদের সুচিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত যন্ত্রপাতি ও অত্যাধুনিক ওষুধ প্রয়োজন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই দ্রুত ব্যবস্থা নেয় দিল্লি, এবং নার্সসহ দুজন বার্ন বিশেষজ্ঞকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, এ সহায়তা এককালীন নয়—পরবর্তী ধাপে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রস্তুতিও রয়েছে।
বিশ্লেষকদের মতে, গত প্রায় এক বছর ধরে ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা শীতলতা দেখা গেলেও, এই দুঃসময়ে দুই দেশের পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে। মানবিক সংকটে এমন পাশে দাঁড়ানো দুই দেশের সম্পর্কের গভীরতাই তুলে ধরছে বলে মত অনেকের। সূত্র: বিবিসি বাংলা।