রাজনীতি

এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না…বিএনপির মহাসচিব

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১:১৯:২৯ প্রিন্ট সংস্করণ

  • আ জা ডেক্স:

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণকে আজ শপথ নিতে হবে আর ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত করা যাবে না। তিনি বলেন, এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না।

রোববার (০৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। এই কর্মসূচি আয়োজন করা হয় জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে।

বিশেষ অতিথির বক্তব্যে ফখরুল বলেন, বিভক্ত করার চেষ্টা চলছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের রাজনীতি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য মাঝে মাঝে হুমকি দিচ্ছেন।

তিনি আরও বলেন, এই আন্দোলন শুধু ৩৬ দিনের নয়। গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মী, ছাত্রসমাজ জীবন উৎসর্গ করেছে, কেবল একটি ন্যায়ের বাংলাদেশ গড়ার আশায়, যেখানে মানুষের জন্য ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ জীবন থাকবে।

তার ভাষ্য, তরুণ প্রজন্ম এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। আমাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণদের উপস্থিতি প্রমাণ করে পরিবর্তনের সময় এসেছে।

ফখরুল আরও স্মরণ করেন, গত বছর এই দিনেই আওয়ামী লীগের হাতে মানুষ খুন হয়েছিল। তাই আজকের দিনটি যেমন আনন্দের, তেমনি বেদনারও।

সমাবেশে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আরও খবর

Sponsered content