জাতীয়

জুলাই সনদের বিভ্রান্তিকর ভূয়া চিঠি,পুলিশ সদর দপ্তর বলছেন ভিত্তিহীন

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ৫:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই সনদকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি চিঠি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ‌চিঠিটিতে বিভিন্ন দাবি জানানো হয়েছে। তবে, পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।

শনিবার (০২ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়,‌ সম্প্রতি পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব‍্য নিম্নরূপ :

১। চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকেই ইস্যু করা হয়নি।

২। চিঠির বক্তব‍্য বানোয়াট, অনৈতিক ও পুলিশ সদর দপ্তরের অনুসৃত নীতিমালার পরিপন্থি।

৩। চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেওয়া হয়েছে, তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন।

এ ধরনের ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পুলিশ সদর দপ্তর।

আরও খবর

Sponsered content