রাজনীতি

শাহবাগ অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে তুলে দিয়েছে

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ১:২২:৩৬ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স:

জুলাই সনদের দাবিতে দুইদিন ধরে শাহবাগ অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সড়কের অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের আরেক গ্রুপ।

শুক্রবার ০১ আগস্ট বিকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটেছে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে দুই গ্রুপকে সরিয়ে দিয়েছে।

জানা যায়, জুলাই সনদের দাবিতে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে শাহবাগ অবরোধ করে রেখেছিল জুলাই যোদ্ধাদের এক গ্রুপ। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় শহরের এই ব্যস্ততম সড়কের। এতে বৃহস্পতিবার থেকেই অবরোধকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এই পথের যাত্রী ও নেটিজেনরা।

আজ শুক্রবার বিকেলে এসে জুলাই যোদ্ধাদের আকের গ্রুপ এসে তাদের ওপর ধাওয়া করে।

তারা জানান, সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণ করেছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরো ক্ষোভ জন্মাচ্ছে। তাদেরকে গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখে নি।

এক পর্যায়ে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীতে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়া হয়েছে।

আরও খবর

আওয়ামী লীগ সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে:ওবায়দুল কাদের

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে জামুকা

এই সফরে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের গুঞ্জন উঠেছে,দুই পক্ষই বিষয়টি নিয়ে এখনো আলোচনায় রয়েছেন

জামায়াতের সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা

মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি…নাসীরুদ্দীন পাটোয়ারী

রাস্তায় চাঁদাবাজী ও মধ্যস্বত্তভোগীদের মুনাফার লোভে জীবন যাচ্ছে কৃষকের…গোলাম মোহাম্মদ কাদের

Sponsered content