জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী ৬০ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে…প্রেস সচিব

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ১:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর প্রায় ৬০ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকু আলম।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে দ্বিতীয় দফায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, “বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ৬০ হাজারের মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন। আপনারা জানেন, ৫ আগস্টের পর থেকে তারা মাঠে ডিউটিতে রয়েছেন। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আমরা আশা করছি, নির্বাচনের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।”

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা নিশ্চিত করতেও আলোচনা হয়েছে। “আমাদের ইন্টেলিজেন্ট এজেন্সিগুলো যেন জোরালোভাবে কাজ করতে পারে এবং নির্বাচনের সময় যেন আমাদের ইন্টেলিজেন্সের কোনো দুর্বলতা না থাকে সেজন্য বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের কো-অর্ডিনেশন যেন ভালো হয়, সেটির কথাও বলা হয়েছে।”

এছাড়া পুলিশের প্রস্তুতির বিষয়েও আলোচনায় এসেছে বলে জানান তিনি। “পুলিশের আইজি মহোদয় বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে নির্বাচন উপলক্ষ্যে।”

ভুয়া তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুল আলম বলেন, নির্বাচনের আগে থেকেই মিথ্যা তথ্য প্রচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এজন্য একটি কেন্দ্রীয় তথ্য সিস্টেম চালুর চিন্তাভাবনা চলছে।

“নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে। সামনে এটা আরও বাড়তে পারে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে যেখানে এই মিস-ইনফরমেশনগুলোকে আমরা ডিফাইন করতে পারব। সেটি ক্রিয়েট করার চিন্তাভাবনা করা হয়েছে।

আরও খবর

Sponsered content