আন্তজার্তিক

নাসা থেকে একযোগে পদত্যাগ করেছেন প্রায় চার হাজার কর্মকর্তা

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৫ , ১:৫০:২৫ প্রিন্ট সংস্করণ

আ জা আন্তর্জাতিক ডেক্স:

নাসা থেকে একযোগে পদত্যাগ করেছেন প্রায় চার হাজার কর্মকর্তাসংস্থাটির ইতিহাসে বিরল এ ঘটনা সৃষ্টি করেছে তীব্র আলোড়ন। ট্রাম্প প্রশাসনের ‘বিলম্বিত পদত্যাগ কর্মসূচি’র আওতায় এই বিপুল সংখ্যক কর্মকর্তা সরে দাঁড়ান বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

 

 

শনিবার (২৬ জুলাই) দেয়া এক বিবৃতিতে নাসা জানায়, এই পদত্যাগের ফলে সংস্থার মোট জনবলের প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নার ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-কে বলেন, “এই পদত্যাগের সংখ্যা নাসার মোট কর্মীর প্রায় ২০ শতাংশ। ফলে নাসার কর্মী ১৮ হাজার থেকে কমে ১৪ হাজারে নেমে এসেছে। এ ছাড়া নিয়মিত অবসর এবং অন্যান্য কারণে আরও ৫০০ জন কর্মী নাসা ছেড়েছেন।”

ওয়ার্নারের মতে, পদত্যাগ কর্মসূচির দ্বিতীয় ধাপ শেষ হয় শুক্রবার রাত ১২টায়। এই পর্যায়ে ৩ হাজার কর্মী পদত্যাগের আবেদন করেন, আর প্রথম ধাপে ৮৭০ জন কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগে সম্মত হন।

ট্রাম্প প্রশাসনের ‘ফেডারেল কর্মী বাহিনী হ্রাস’ নীতির অংশ হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে। সরকারি দক্ষতা পুনর্মূল্যায়নের অংশ হিসেবে নাসায় বড় পরিসরে ছাঁটাইয়ের সুপারিশ করেছে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চেয়ে এনপিআর যোগাযোগ করলেও এখনো কোনো উত্তর আসেনি।

ওয়ার্নার আরও জানান, পুরো কর্মী হ্রাস কার্যকর হতে কত সময় লাগবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ছাঁটাইয়ের ফলে সংস্থার গবেষণা ও অভিযানে কী প্রভাব পড়বে, সে বিষয়েও নাসা বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে ২০২৬ অর্থবছরের জন্য ট্রাম্প প্রশাসনের বাজেট প্রস্তাবে নাসার বরাদ্দ প্রায় ২৪ শতাংশ কমিয়ে ২৫ বিলিয়ন ডলার থেকে ১৯ বিলিয়ন ডলারে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। তবে কংগ্রেসের উভয় কক্ষে এই বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এবং তা পাস হওয়ার আগে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে ভবিষ্যতের বাজেটে কিছু বড় অঙ্গীকারও রয়েছে। চলতি জুলাইয়ে ট্রাম্প স্বাক্ষরিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এ ২০৩২ সাল পর্যন্ত নাসার জন্য অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে। এই তহবিল মূলত মঙ্গলগ্রহ মিশন এবং চাঁদে পুনরায় অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত হবে।

তবে এই বাজেট কমানোর প্রস্তাব ও ব্যাপক ছাঁটাইয়ের সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। মহাকাশ গবেষণায় যুক্ত বিশিষ্ট বেসরকারি সংস্থা ‘দ্য প্ল্যানেটারি সোসাইটি’র এক বিবৃতিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি, একটি মহান জাতির উচিত একটি মহৎ মহাকাশ কর্মসূচি রাখা। কিন্তু এই বাজেট প্রস্তাব সেই প্রতিশ্রুতিকে সরাসরি প্রত্যাখ্যান করে।

গত সোমবার নাসার বর্তমান ও সাবেক ৩০০ জনের বেশি কর্মকর্তা অন্তর্বর্তীকালীন প্রশাসক শন ডাফির কাছে পাঠানো এক খোলা চিঠিতে (যার শিরোনাম ‘ভয়েজার ডিক্লারেশন’) তীব্র উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, সংস্থার ভেতরে “দ্রুত ও অপচয়মূলক পরিবর্তন” চালানো হচ্ছে এবং প্রস্তাবিত বাজেট কাটছাঁট বাস্তবায়ন না করার অনুরোধ জানানো হয়। তাঁদের মতে, “এই কাটছাঁট নাসার স্বার্থের পক্ষে নয়।

আরও খবর

Sponsered content