বিনোদন

রক্তবীজ ২’ সিনেমায় পূজার আগে দর্শকদের চমকে দিলেন মিমি চক্রবর্তী

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৫ , ৫:১২:৪৫ প্রিন্ট সংস্করণ

মহসীন শামিম:

পূজার আগে দর্শকদের চমকে দিলেন মিমি চক্রবর্তী। ‘রক্তবীজ ২’ সিনেমায় অভিনয়ের জন্য প্রকাশ পেল তার সাহসী বিকিনি লুক, যা ইতোমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এবার প্রথমবারের মতো দেখা গেল বিকিনিতে। ‘রক্তবীজ ২’-এর জন্য শ্যুট করা কিছু ছবি সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে সমুদ্রতটে মিমির মনকাড়া উপস্থিতি নজর কেড়েছে সবার।

ছবিগুলোতে মিমিকে দেখা গেছে নীল রঙের বিকিনিতে, হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড আর ভিজে খোলা চুলে ধরা দিয়েছেন ক্যামেরায়। তার এই লুক দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা একদিকে যেমন উচ্ছ্বসিত, তেমনি কেউ কেউ বলিউড তারকা কিয়ারা আদভানি ও দীপিকা পাডুকোনের সঙ্গেও তুলনা টেনেছেন।

কখনো হাঁটুপানি সমুদ্রজলে দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকা, কখনো স্কার্ফ হাতে সৈকতে হেঁটে যাওয়া— প্রতিটি দৃশ্যেই মিমির গ্ল্যামার যেন আলাদা করে ধরা দিয়েছে। তার এই রূপ যেন রীতিমতো ‘উষ্ণতা ছড়ানো’ বলতেই হয়।

এরই মাঝে ‘রক্তবীজ ২’-এ মিমির চরিত্রের আরেকটি রূপ সামনে এসেছে— এক পুলিশ অফিসারের চরিত্রে তাকে দেখা যাবে ছবিতে। তবে দর্শকদের চমকে দিয়েছে সেই ‘সংযুক্তা মিত্র’-কেই এবার বিকিনিতে দেখতে পাওয়া।

সিনেমাটিতে মিমির পাশাপাশি রয়েছেন আগের পর্বের তারকাও— অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

প্রথম ‘রক্তবীজ’ সিনেমার শেষ অংশে এবং একটি গানে দর্শকরা অঙ্কুশ হাজরাকে পেয়েছিলেন। এবার পুরোপুরি খলনায়কের চরিত্রে তাকে দেখা যাবে বলে জানা গেছে। ছবিতে আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, যিনি ‘আয়েশা’ নামে একটি চরিত্রে অভিনয় করছেন। সিনেমার টিজার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘পোস্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ শুরু করেন মিমি। এরপর ২০২৩ সালে ‘রক্তবীজ’-এর সংযুক্তা চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। এবার সেই সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা।

বর্তমানে মিমি অভিনয় করছেন উইন্ডোজের আরেকটি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ। বলা চলে, প্রযোজনা সংস্থাটির নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। একের পর এক প্রজেক্টের ব্যস্ততায় এখন কখনো উত্তরবঙ্গ তো কখনো দক্ষিণবঙ্গে ছুটে বেড়াতে হচ্ছে এই তারকাকে।

আরও খবর

Sponsered content