সারাদেশ

কোটালীপাড়া আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ৬:২৫:২৪ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে মামলা করেন। এতে ১৫৫ জনকে নামীয় আসামি এবং ১,৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এ মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত ১২ জনের পাশাপাশি বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, দলীয় কর্মসূচি পালন করায় তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ বলেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে এবং দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হবে।

আরও খবর

Sponsered content