রাজনীতি

আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ নেই…আখতার হোসেন

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ১:৩৫:৪৪ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স ফরিদপুর :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, এ দেশের মানুষ আর কোনোদিন আওয়ামী বা মুজিববাদের রাজনীতি দেখতে চায় না। ভারতের সেবা দাস আওয়ামী লীগের দালাল ও দোসররা চুপিসারে বাংলাদেশে আওয়ামী লীগকে টেনে আনার স্বপ্ন দেখছে।

পার্শ্ববর্তী দেশ বলার চেষ্টা করছে, আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশ গ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। গত ১৪, ১৮ ও ২৪ ভোটারবিহীন একদলীয় নির্বাচন করে এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে উপস্থিত হন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ। সেখানেই তিনি এ কথা বলেন। ফরিদপুর এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্ব করেন।

আখতার হোসেন বলেন, এ দেশে আওয়ামী লীগ যে গুম, খুন ও নির্যাতন করেছে, ওই দলের নেতারা দেশে মানুষের ওপর অবৈধ উপায়ে জোর করে চাঁদা তুলেছে। এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকার তাদের এখনও আইনের আওতায় আনতে পারেনি।

তিনি আরও বলেন, সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসমুক্ত করতে হবে। দল হিসেবে এবং নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে হবে তাদের।

সভায় এনসিপির উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুবশক্তির তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content