প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ১০:১০:২৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে ফের সহিংসতার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ৩টার দিকে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলা এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনসিপি নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে এনসিপির সমাবেশস্থলে হেলমেট পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালায়। তারা চেয়ার-টেবিল ও মঞ্চে ব্যাপক হামলা চালায়। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, খালপাড় থেকে হামলাকারীরা এসে সমাবেশস্থলে তাণ্ডব চালায়।
এদিকে, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে সকালে ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পদযাত্রা বানচালের উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ।