প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ১:৪৭:৩১ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো দুর্নীতিবাজ, দখলবাজকে ভয় পাবেন না। একটি রাজনৈতিক দল দাবি করে কোটি কোটি মানুষের দল নাকি তাদের। এই কোটি কোটি, লাখ লাখ মানুষ আমাদের দেখায়েন না।
শুক্রবার (১১ জুলাই) যশোর শহরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল নিজেদের কোটি কোটি অনুসারীর দাবি করলেও বাস্তবে তাদের মাঠে দেখা যায় না। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা হাতে গোনা মানুষ নিয়ে আন্দোলন শুরু করেছি, আর সেই আন্দোলনেই লাখো জনতা আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের মানুষের সংখ্যা দিয়ে নয়, নৈতিক অবস্থান দিয়ে মূল্যায়ন করুন।”
তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। যেখানে পুলিশ বা আমলাতন্ত্র কোনো দলের অনুগত নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবে।”
যশোর জেলার স্থানীয় সংকটগুলো তুলে ধরে তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, এখনও সেখানে আইসিইউ চালু হয়নি। ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বেনাপোলের মাদক-দুর্নীতির বিরুদ্ধে দলীয়ভাবে উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা খালিদ সাইফুল্লাহ জুয়েল এবং সারজিস আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে যশোরের একটি হোটেলে জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব তাসনিম জারা, নুসরাত তাবাসসুমসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।