জাতীয়

গুলিতে শহীদ হওয়া সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন…সমাজকল্যাণ উপদেষ্টা

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ৬:৪৫:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
বৈসাম্যবিরোধী আন্দোলনে গত বছরের জুলাই মাসে হেলিকপ্টার থেকে ছোঁড় গুলিতে শহীদ হওয়া সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ।

রবিবার ০৬ জুলাই সকাল সাড়ে ১১ টায় তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ০১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার এলাকার শহীদ সুমাইয়ার মায়ের বাসায় আসেন।

সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষ গণমাধ্যম কর্মীদের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, নিহত সুমাইয়ার একটা বাচ্চা আছে যার দায়িত্ব সুমাইয়ার মা নিয়েছেন। এই বাচ্চার লেখাপড়ার পাশাপাশি তার ভবিষ্যৎ যেনো নিরাপদে থাকে এটা আমার জায়গায় থেকে আমার চাহিদা।মোট যে ১১ জন যে শহীদ মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে আমরা গভীরভাবে কাজ করছি। আমরা আমাদের সেই শহীদনারী যোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায় সে দিকে লক্ষ্য রাখতে হবে৷ এই কথা বারবার বলার কারণ হচ্ছে মেয়েদের অনেক বীরত্ব আছে।

কিন্তু সেগুলো সেইভাবে সামনে আসেনা। তাই আমি মনে করছি এটা বাচিয়ে রাখতে হবে। তিনি বলেন, শহীদ পরিবারের ভাতাকে কেন্দ্র করে অনেক জটিলতা আছে,সেই জটিলতাগুলো আমরা নজরে নিচ্ছি। এটা নিয়ে সরকারের পরিস্কারভাবে একটা ভাবনা আছে। মূল কথা শহীদদের শিশু এবং তার পরিবারকে প্রাধান্য দিতে চাই। শিশুকে যারা যত্ন দিয়ে বড় করবে তার বিষয়ও আমরা মাথায় রাখতে চাই। এই নীতিমালা নিয়ে আমাদের প্রশাসন খুব ন্যায্য ভাবে কাজ করে যাচ্ছে।

এবিষয়ে সুমাইয়ার বোন জামাই বিল্লাল হোসেন বলেন, এ পর্যন্ত সুমাইয়ার নামে যে অনুদান সরকার দেওয়া হয়েছে তা আমরা সঠিকভাবে পেয়েছি কিনা আর মামলার অগ্রগতি সম্পর্কসহ সুমাইয়ার শিশুকন্যাসহ পরিবার সম্পর্কে উপদেষ্টা জানতে চেয়েছেন। মূলত খোঁজখবর নেওয়ার জন্যে এসেছে উপদেষ্টা এসেছিলেন৷ এসময় সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য,গতবছরের ২০ জুলাই নিজের মায়ের বসবাসরত পাইনাদি নতুন মহল্লা “আলহামদুলিল্লাহ মঞ্জিল”এর ছয় তলায় পোশাক শ্রমিক সুমাইয়া তার মায়ের বাসায় বেড়াতে এসে ঘরের বারান্দায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

আরও খবর

Sponsered content