প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৯:২১:৫৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজ ০১ জুলাই মঙ্গলবার বিকেলে শিশুকল্যান পরিষদে সাহিত্য সংগঠন কাব্যকথার উদ্যোগে জনপ্রিয় দুই কবি প্রফেসর আমির হোসেন ও কবি জাকির আবু জাফর এর জন্মোৎসব উদযাপন ও ১১৯ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
কবি জাকির আবু জাফর এর সভাপতিত্বে পুঁথিসম্রাট খ্যাত কবি জালাল খান ইউসুফীর উপস্থাপনায় অনুষ্ঠানের মধ্য মণি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: আমির হোসেন।
অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ ও কেক কেটে মধ্যমণি প্রফেসর আমির হোসেন ও অনুষ্ঠানের সভাপতি কবি জাকির আবু জাফর এর জন্মদিন উদযাপন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরাম এর সভাপতি কবি শাহীন রেজা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এসজিএস বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক লেখক রাইয়ান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি কবি ইবরাহীম বাহারী, নব্বইয়ের অন্যতম কবি কামরুজ্জামান।
এ সময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক কবি ছাব্বির আহমেদ সেন্টু, কাজী ইমাম উদ্দিন রতন, প্রফেসর পত্নী প্রফেসর সৈয়দা খায়রুন্নাহার। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কথাশিল্পী খন্দকার আতিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আরজু।
স্বরচিত কবিতা পাঠ করেন- কবি কামাল হোসাইন, কবি আতিকুজ্জামান খান, কবি রানা হামিদ, কথাশিল্পী ফাতেমা খন্দকার, কবি মরিয়ম রহমান, কবি শাহাজাদা সেলিম, কবি সালমান ফারসী, কবি কবির ভূইয়া, কবি আহমেদ মঈন, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি নিশাত সারমিন জেসমিন, কবি মরিয়ম রহমান, কবি মেহেজাবিন লিয়া প্রমুখ।
গান পরিবেশন করেন, কণ্ঠশিল্পী লাবনী আক্তার, কণ্ঠশিল্পী সরোয়ার মাহিন, পুঁথিপাঠ করেন, পুঁথিশিল্পী সালাম শামীম, জালাল খান ইউসুফী। উপস্থিত ছিলেন, কবি জব্বার আল নাঈম, কবি রাহান তাপস, ফাতেমা হক, মো. সামসুল হক, মো. শামীম শেখ, জিয়া হাজিম জেসি, বিমল চন্দ্র ঘোষ, ইলা ইয়াসমিন, কবি ও সম্পাদক মাহমুদ নোমান, মো. সালাহউদ্দিন, শিল্পী রানী, রুমা খানম, মেহেদী হাসান প্রমুখ।