আন্তজার্তিক

কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই দেশে ফিরছেন…ডোনাল্ড ট্রাম্প

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৭:১২:২০ প্রিন্ট সংস্করণ

আ জা আন্তর্জাতিক ডেক্স :

কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এবার তাকে অনুসরণ করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীও।

১৬ জুন সোমবার রাতে সিবিএস নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭ সম্মেলন ছেড়ে আগেভাগে ওয়াশিংটন ফিরছেন। মূলত যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও এর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বাড়ছে। তার জেরেই নিজ দেশে ফেরার তাগাদা অনুভব করছেন মার্কিন নেতারা।

এর আগে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগেভাগেই জি-৭ সম্মেলন ত্যাগ করতে যাচ্ছেন। বিশ্বের শক্তিশালী অর্থনীতির সাত দেশের জোট জি-৭ এর এবারের সম্মেলনটি হচ্ছে কানাডায়।

আরও খবর

Sponsered content