আন্তজার্তিক

বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল

  প্রতিনিধি ১৪ জুন ২০২৫ , ১২:১২:০৮ প্রিন্ট সংস্করণ

  • আ জা ডেক্স আন্তর্জাতিক:

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরটি। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আজ ১৪ জুন, শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাতে আল জাজিরা জানিয়েছে, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি।

বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে।

এদিকে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ আজ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে। তবে ইরাক তার আকাশসীমা বন্ধ রেখেছে।

গতকাল ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে ইসরায়েল। এই হামলায় ইরানের শীর্ষস্থানীয়  সামরিক কর্মকর্তাসহ উচ্চপদস্থ ২০ কমান্ডার নিহত হন। এছাড়াও দেশটির ৬ পরমাণুবিজ্ঞানীকে মেরে ফেলে ইসরায়েল। এর জবাবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করে ইরান। আজ শনিবার দুই দেমের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

আরও খবর

Sponsered content