খেলাধুলা

বিসিবি নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

  প্রতিনিধি ৩০ মে ২০২৫ , ৬:২৮:৫১ প্রিন্ট সংস্করণ

অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল বিকেলে বিসিবির বোর্ড সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল। এ ছাড়া একই সভায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি পদে ফাহিম সিনহার নাম জানানো হয়।

আমিনুলের সভাপতি হওয়াটা গতকালই অনেকটা নিশ্চিত হয়ে যায়। যখন রাতে সদ্য সাবেক হওয়া ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে বিসিবির আট পরিচালক চিঠি দিলে সাবেক অধিনায়কের কাউন্সিলর পদ খারিজ করে দেয় এনএসসি। ফারুকের সেই জায়গায় আজ আমিনুলকে কাউন্সিলর মনোনীত করে এনএসসি।

কাউন্সিলর মনোনীত হয়েই আজ বিকালে বিসিবি ভবনে আসেন সাবেক অধিনায়ক।

বিসিবির ১৬তম সভাপতি হলেন আমিনুল। দীর্ঘদিন ধরেই আইসিসির ডেভেলমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন তিন।

বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছেন। বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন তিনি। ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি তিনি করেছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে।

আমিনুল নতুন সভাপতি হওয়ায় থেমে গেছে ফারুকে পথচলা। গত বছরের আগষ্টে ঘটা করে সভাপতির দায়িত্ব নেওয়া ফারুকের শেষটা সুখকর হয়নি।

কেননা তাকে সভাপতি পদ থেকে ছাঁটাই করার সময় অনেক নাটকীয়তা হয়েছে বিসিবিতে। মাত্র ৯ মাসেই তাই থেমে গেলে ফারুকের সভাপতির অধ্যায়।

আরও খবর

Sponsered content