প্রতিনিধি ২২ মে ২০২৫ , ৯:১৭:২৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
নারায়গঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অস্বাস্থ্যকর ও মানহীন বেকারি পণ্য বিক্রির দায়ে সুইট নেশন, প্যারি বাগেত এবং সুইট কর্ণার সুইটস এন্ড বেকারি—এই তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ মে) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আলোকে পরিচালিত এই মোবাইল কোর্ট মিশনপাড়ার বিভিন্ন মিষ্টি ও বেকারি দোকানে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, এই প্রতিষ্ঠানগুলো বিএসটিআই আইনের ১৫ ধারা লঙ্ঘন করেছে।
আইন অমান্য করায় বিএসটিআই আইন, ২০১৮-এর ২৭ ধারা মোতাবেক প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে খাদ্যপণ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।