অপরাধ

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৫ , ৪:০৫:৫৯ প্রিন্ট সংস্করণ

এম ডি এন মাইকেলঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন মুসলিম উদ্দিনের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মেম্বার। তিনি বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল মুসলিম উদ্দিন। সন্ধ্যা ছয়টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাকে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে মেডিকেলে আছে।’

এদিকে এ বিষয়ে পুলিশকে এখনো পর্যন্ত কেউ জানায়নি বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।

আরও খবর

Sponsered content

আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ শ্রম ব্যবস্থা সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ…শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা

শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো প্রমাণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছেও নেই।

প্রতিবন্ধী ব্যক্তিদের গ্রহণযোগ্য নিয়োগ উন্নত কর্মপরিবেশ তৈরী করা হবে: ড.এম সাখাওয়াত হোসেন

তিনদিনব্যাপী আন্তঃস্কুল বিজনেস কার্নিভাল অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান

জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ

ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব : এএমএম নাসির উদ্দীন