জাতীয়

শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবেন…বাণিজ্য উপদেষ্টা

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ৭:৪৭:১৭ প্রিন্ট সংস্করণ

  1. নিজস্ব প্রতিবেদক আদালত:
  2. যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবেনবলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।শনিবার (৫ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে তিনি (প্রধান উপদেষ্টা) আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে সংকট সমাধান করা হবে।

    তিনি বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতি কমানোর প্রচেষ্টা করা হবে। তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে না বরং নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

    এ সময় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যে বাড়তি শুল্ক আরোপের ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই অন্তর্বর্তী সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

    উল্লেখ্য, বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। দেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্পের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এটিকে।

আরও খবর

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীসমাজ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তির সন্নিবেশ করা হয়েছে

ভেটেরিনারি ডাক্তারদের রোগ ডায়াগনোসিস করার যে সক্ষমতা রয়েছে তা সত্যিই গর্বের…ফরিদা আখতার

দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে দলের চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের পরিচয়সহ প্রকৃত সংখ্যার নির্ধারণে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি

নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের দাবির প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন : পররাষ্ট্রমন্ত্রী

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মোহাম্মদপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা

Sponsered content