জাতীয়

ডেমরায় বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা: থানায় মামলা

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৫ , ১২:৫০:৪৬ প্রিন্ট সংস্করণ

মাহবুবুর রহমান ভূইয়া:
রাজধানীর ডেমরায় সড়কের পাশে অস্থায়ী পাঞ্জাবির দোকান স্থাপন নিয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বসত বাড়ীতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডেমরায় থানায় উভয় পক্ষের বিরুদ্ধে পর্যায়ক্রমে গত মঙ্গলবার ও সোমবার দিনগত রাতে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন ১৪ জন এজাহার নামীয় ১৪ জনসহ  অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা করেন। আমামিরা হলেন-মনির খান ওরফে জুতা মনির, মাহফুজুর রহমান সাগর, জাকির হোসেন, নিলয়, বক্কর, আশিক, জিসান, হামিম, ফজলে রাব্বি, মাসুদ, মো. শুভ, মো. সিয়াম, ওয়ায়েজ ও রাব্বি। অপরদিকে হামলার শিকার ভুক্তভোগীর ফুপু হাজের বেগম মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা থানায় এজাহার নামীয় ১৯ জন সহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামীরা হলন- গোলাম সারোয়ার লিটন, ওমর ফারুক মিলন খন্দকার, রায়হান খন্দকার, আরাফাত খন্দকার, জামশেদ খন্দকার, কাজী আফজাল উদ্দিন, খন্দকার রবি আনসার সিয়াম, বিপ্লব খন্দকার, হৃদয়, ওমর ওসমান, কাজী মফিজুল ইসলাম, জয়নাল আবেদীন ফারুক, রহমান, সুমন তালুকদার, রিফাত, আরমান, মোঃ কামরুজ্জামান ও মুজাহিদ জাহিদ জিম। এ ঘটনায় উভয়ে উভয় পক্ষের বিরুদ্ধে চাঁদার দাবি, অধিপত্য বিস্তার, বসত বাড়ী ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়া ও লুটপাটের অভিযোগ করেছেন। গত ১৬ মার্চ রাতে হাজীনগর সেবা হাসপাতালের সামনে জাকির ও সাগর নামে দুই বন্ধু ঈদ উপলক্ষ্যে পাঞ্জাবির ২ অস্থায়ী দোকান তুলতে গেলে বাঁধা দেন গোলাম সারোয়ার লিটন। এ ঘটনায় ডেমরা থানা বিএনপি নেতা মনির ওরফে জুতা মনির গ্রুপ ও লিটন মেম্বার গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে লিটন মেম্বার ও জুতা মনিরের বাড়ীতে হামলার ঘটনা ঘটে। এতে তৃণমূল বিএনপি নেতাকর্মী ও দলীয় হাইকমান্ডদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঊর্ধতনদের নির্দেশে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলার পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে। প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content