গণ মাধ্যম

গণহত্যার উসকানিদাতা পাঁচজন সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেসক্লাব

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৪ , ৪:৪৩:১০ প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যার উসকানিদাতা পাঁচজন সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেসক্লাব।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ব্যবস্থাপনা সভায় এই সিদ্ধান্ত হয়। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

সদস্যপদ স্থগিত হওয়া পাঁচজন সিনিয়র সাংবাদিক হলেন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, গ্লোবাল টেলিভিশনের সাবেক সিইও ও বতর্মানে ঢাকা জার্নালের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, দি সাউথ এশিয়ান টাইমসের সম্পাদক ও প্রকাশক দীপক কুমার আচার্য ও অ্যানার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন।

পাঁচজন সাংবাদিকের সদস্য পদ স্থগিত বিষয়ে হাসান হাফিজ বলেন, প্রথমে স্থগিত করা হয়েছে। ধীরে-ধীরে বাতিল হয়ে যাবে।

আরও খবর

Sponsered content