জাতীয়

হিযবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা উদয় আটক

  প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ১:২৮:৩৭ প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ৬টি মামলা রয়েছে। এছাড়া সে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
র‌্যাব-২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ একটি দল শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর আদাবর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত এই শীর্ষ জঙ্গি নেতার নাম নাফিস সালাম উদয় (৪৭)। তার বাবার নাম আব্দুস ছালাম। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ পর্যায়ের নেতা ।
সহকারী পরিচালক শিহাব করিম জানান, আটককৃত উদয় হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে রয়েছে। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে।
র‌্যাব জানিয়েছে, জঙ্গি নেতা উদয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতো।

আরও খবর

নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতায় কোন আপত্তি নেই :ড.মুহাম্মদ ইউনূস

উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের পাঁচ দিন মৃতের সংখ্যা ৩৩, চিকিৎসা নিচ্ছেন ৫০

কোন বিশেষ দল যেনো সরকারী অর্থে ক্ষমতার প্রভাব দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে…গোলাম মোহাম্মদ কাদের

প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা…পীর সাহেব চরমোনাই

গুরুত্বপূর্ণ এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছেন ডিএমপি)

সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিদ্যমান যুগোপযোগী করে নীতিমালা,২০২৫ প্রণয়ন

Sponsered content