জাতীয়

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগে ভুল তথ্যের গুজব ছড়ানো হচ্ছে…আইএসপিআর

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ২:৫৩:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভুল তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।

বুধবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত তথ্য বিকৃত করে অনেকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করছেন, আবার অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন।

তিনি বলেন, “ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ দ্রুততায় উদ্ধার তৎপরতা চালায়। আমাদের তরফ থেকে কোনো তথ্য গোপনের চেষ্টা করা হয়নি, বরং সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

আইএসপিআর পরিচালক আরও জানান, তিনি নিজে এবং তার টিম ঘটনাস্থলে সরাসরি উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করেছেন।

তিনি দৃঢ়ভাবে বলেন, “আইএসপিআরের পক্ষ থেকে আমি নিশ্চিত করছি, যেকোনো গণমাধ্যম চাইলে এ বিষয়ে সরেজমিন তদন্ত করতে পারে, সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা বলতে পারে কিংবা দুর্ঘটনাস্থল ঘুরে দেখতে পারে। আমরা তাদের সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত।”

তিনি সকলকে অনাকাঙ্ক্ষিত গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান এবং বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে মত প্রকাশের আহ্বান জানান।

আরও খবর

Sponsered content