সারাদেশ

গাজীপুরে যৌথবাহিনির অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৫ , ৩:৫০:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক গাজীপুর :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ও পেলাইদ মৌজায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

আজ শনিবার ২৬ এপ্রিল ২০২৫ তারিখে শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সদ্য নির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় ৪.০০ একর বনভূমি জবরদখলমুক্ত করা সম্ভব হয়। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।

আরও খবর

Sponsered content