প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ৭:০২:৫৫ প্রিন্ট সংস্করণ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আয়োজিত ২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেছে ডেমরা থানা বিএনপি। শুক্রবার বাদ জুম্মা ওই থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামানের নেতৃত্বে মিছিলটি সমাবেশে গিয়ে মিলিত হয়। এ সময় ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরাসহ হাজার হাজার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত ওই সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু। সঞ্চালনায় ছিলেন ওই সংগঠনের সদস্য সচিব তানভীর আহম্মেদ রবিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়কারী ও বিএনপি’র মনোনায়ন প্রত্যাশী নবী উল্লাহ নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাহ উদ্দিন আহম্মেদ ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খাঁন সোহেল প্রমূখ। এদিকে সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীর ডেমরায় বিএনপির প্রস্তুতি সভাও করেছে ডেমরা থানা বিএনপি।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত বীর শহীদদের ঋন এ জাতি কখনোই শোধ করতে পারবেনা। তাই তাদের প্রতি বিএনপির আমরণ শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আর ওই আন্দোলন হয়েছিল মুলত স্বৈচারের পতন ঘটিয়ে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। সাধারণ মানুষ ও তাদেরন ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু একটি মহল এখনো নিহত শহীদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য বাঞ্চাল করতে চায়। কিন্তু তাদের ওই ষড়যন্ত্রে কোন লাভ হবেনা। আর বীর শহীদদের রক্তও আমরা বৃথা যেতে দেবনা। যথাসময়ে নির্বাচন না হলে বৃহৎ আন্দোলনে নামবে বিএনপি।