রাজনীতি

রাজনৈতিক সংঘাতে বিএনপি ৯২, আওয়ামী লীগের ২২, জামায়াতে ৫, শতাংস সম্পৃক্ততা রয়েছে…টিআইবি

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ১২:৫১:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে দেশজুড়ে ৪৭১টি রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে, যার ফলে ১২১ জন নিহত এবং ৫১৮৯ জন আহত হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, এই সংঘাতের ৯২ শতাংশ ঘটনায় বিএনপির, ২২ শতাংশে আওয়ামী লীগের, ৫ শতাংশে জামায়াতে ইসলামী এবং ১ শতাংশে এনসিপির সম্পৃক্ততা রয়েছে।

সোমবার (০৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের সময় এই তথ্য তুলে ধরা হয়।

টিআইবি পর্যবেক্ষণে উল্লেখ করেছে, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অভিযোগ এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা রয়েছে। বিশেষ করে, সরকার পতনের পর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রমে আধিপত্য গড়ে তোলার চেষ্টা এবং সংঘাতের মধ্যে ঢাকা শহরের ৫৩টি পরিবহন টার্মিনাল থেকে প্রতিদিন কোটি টাকা চাঁদাবাজি চালানো হচ্ছে। এছাড়া সিলেটের বিভিন্ন পাথর ভাঙ্গার স্থান থেকে অবৈধ লুটপাট এবং স্থানীয় বাজার ও ঘাটের নিয়ন্ত্রণ নিয়েও অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলা, মব গঠন, সড়ক অবরোধ, থানা ঘেরাও ও বিক্ষোভের ঘটনা এই সময় বেড়েছে।

টিআইবি উল্লেখ করেছে, কিছু রাজনৈতিক দলের মধ্যে আইনের প্রতি যথাযথ সম্মান না থাকা, দখলবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি চালু থাকা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা এই পরিস্থিতির মূল কারণ। পাশাপাশি, সরকারের পক্ষ থেকে কিছু ক্ষেত্রে বিশেষ প্রশ্রয় দেওয়ার প্রবণতাও বিরাজ করছে।

সংস্থাটি জানায়, ব্যক্তিস্বার্থের কারণে বিভিন্ন দলের কর্মীদের মধ্যে অন্তরিক বিভাজনও লক্ষ্য করা গেছে।

আরও খবর

Sponsered content