প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১:৩৬:৪৮ প্রিন্ট সংস্করণ
আ জা আন্তর্জাতিক ডেক্স:
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
গত ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, চলমান দেশব্যাপী ধরপাকড় অভিযানের অংশ হিসেবে ২২,১৪৭ জন বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে আবাসন আইন ভাঙায় ১৩,৮৩৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪,৭৭২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩,৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, অবৈধভাবে সৌদি সীমান্তে প্রবেশের চেষ্টাকালে ১,৮১৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি অংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও পরিবহনের অভিযোগে সৌদিতে বসবাসরত ২০ জন স্থানীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ২১,১৪৩ জন আটক প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ১৮,৩২৬ জন পুরুষ এবং ২,৮১৭ জন নারী। এরই মধ্যে ১৩,৫৬৯ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য। অপরদিকে, ৩,৫৬৬ জনের বিরুদ্ধে ফেরত পাঠানোর চূড়ান্ত নির্দেশনা জারি হয়েছে এবং ১০,৮২০ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশে সহায়তা করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়, যার সর্বোচ্চ শাস্তি ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার সৌদি আরবে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। অবৈধ অভিবাসন প্রতিরোধে দেশটিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং দেশটির মিডিয়াও এসব অভিযানের খবর নিয়মিত প্রচার করছে।