রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার মো. টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১২ জুলাই) টিটন গাজীকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক মো. নাসির উদ্দিন। শুনানিতে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার গভীর রাতে পুরান ঢাকার জিন্দাবাহার এলাকা থেকে টিটন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিনকে আগে থেকেই রিমান্ডে নেওয়া হয়েছে। মহিনকে হত্যা মামলায় এবং রবিনকে অস্ত্র মামলায় বিভিন্ন মেয়াদে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়।
গত ৯ জুলাই সোহাগকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে কুপিয়ে, পিটিয়ে এবং কংক্রিটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশ নিজ উদ্যোগে অস্ত্র আইনে আরেকটি মামলা করে।