শিক্ষা-সাহিত্য

সোনারগাঁও সাহিত্য কুঠির আয়োজিত স্ব-রচিত কবিতা পাঠ প্রতিযোগিতায়, লেখকদের শুভেচ্ছা উপহার বিতরণ

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৬:০০:৪৪ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম আরজু,নারায়ণগঞ্জ:

সোনারগাঁও সাহিত্য কুঠির আয়োজিত স্ব-রচিত কবিতা পাঠের আয়োজনে নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক লেখকের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

২৭ জুন শুক্রবার বাদ আছর নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ রূপান্তর লিভিং লিমিটেডের অফিস কক্ষে এই কবিতা পাঠের আয়োজন করা হয়।

কবিতা পাঠ পর্বের বিচারকের দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা,বিশিষ্ট প্রাবন্ধিক মুজীবুল হক কবীর,নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর মো. আমির হোসেন,ছড়াকার ও শিক্ষক নজরুল ইসলাম শান্তু ও ছড়া সাহিত্যিক ফরিদুল মাইয়ান।
প্রতিযোগিতায় নূর ইসলাম বাদল প্রথম,জহিরুল ইসলাম মিন্টু দ্বিতীয় এবং প্রিয়ন্তি সরকার কথা তৃতীয় স্থান অধিকার করেন এবং প্রধান অতিথির হাত থেকে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত সকল লেখকদেরকে

সোনারগাঁও সাহিত্য কুঠিরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদা ইয়াসমিন সুমনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা কালাচারাল অফিসার শারমীন জাহান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র,ছড়া সাহিত্যিক,সুরকার ও গীতিকার এস এ শামীম,ছড়া সাহিত্যিক ও সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।

কবি ও সংগঠক মাসুদ রানার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কব্যছন্দ সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, কবিয়াল ফাউন্ডেশন এর সভাপতি বাপ্পি সাহা,মায়ের আচল সংগঠনের হারুন অর রশিদ সাগর, জয়নাল আবেদীন জয়, মোখলেসুর রহমান তোতা, শুক্কুর মাহমুদ জুয়েল, এড. মনি গাঙ্গুলি, এড.এস,এম,বিপ্লব, সুমি,বশির আহমেদ, রুবাইয়া, রিয়া খানসহ প্রমুখ।

আরও খবর

Sponsered content