জাতীয়

সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ৩:২৫:০৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক আদালত :

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন

মঙ্গলবার ১৯ নভেম্বর সন্ধ্যায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি একেএম জহিরুল হক সংবিধানের ৯৬ (৪) অনুচ্ছেদমতে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।

রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতিকে প্রায় পাঁচ বছর ধরে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছিল।

আরও খবর

Sponsered content