প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩১:৪৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ বাসা হতে আসামিদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
গ্রেফতাররা হলো: (নাসিক) ২ং ওয়ার্ড এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ (৩৪) এবং আদমজী সোনামিয়া বাজার এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে যুবলীগ নেতা নূর হোসেন ওরফে মো. কুট্টি মিয়া (৩২)।
(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃতদের নাশকতা ও হত্যা চেষ্টা মামলায় আদালতে পাঠানো হয়েছে।