সারাদেশ

সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৬:২২:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম এ হারুন অর রশিদ বীর প্রতীক-এর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। সোমবার (০৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন প্রয়াতের ফুফাতো বোন ও চিকিৎসক ডা. নজিবুন নাহার।

প্রাথমিকভাবে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরিকল্পনা থাকলেও, পরে পরিবার দাফনের সিদ্ধান্ত নেয় ময়নাতদন্ত ছাড়া। এর আগে দুপুরে চিটাগাং ক্লাব লিমিটেডের গেস্ট হাউজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (৩ আগস্ট) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রামের নন্দনকাননের একটি বাসায় আত্মীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাত ১০টা ৪৫ মিনিটে চিটাগাং ক্লাবের গেস্ট হাউজে ফেরেন।

সোমবার সকাল ১০টায় ক্লাব কর্তৃপক্ষ তাঁর রুমে দরজায় নক করলেও সাড়া না পেয়ে বিকল্প চাবি ব্যবহার করে প্রবেশ করে এবং তাঁকে অচেতন অবস্থায় পান। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্র জানায়, এক সপ্তাহ আগে মারা যাওয়া ফুফাতো ভাই ও দৈনিক বঙ্গবার্তা সম্পাদক কে এম শাখাওয়াত হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চট্টগ্রাম সফরে গিয়েছিলেন তিনি।

হারুন অর রশিদের ভাগনে সাংবাদিক আরিচ আহমেদ শাহ জানান, নির্ধারিত প্রাতরাশে উপস্থিত না হওয়ায় খোঁজ শুরু হয় এবং পরে কক্ষের দরজা খুলে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর সেনাবাহিনী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়।

উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন।

আরও খবর

Sponsered content