প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৪ , ১১:৪৯:৪৩ প্রিন্ট সংস্করণ
সেনা কর্মকর্তা হয়েও গুমের শিকার হয়েছেন বলে দাবি করেছে হাসিনুর রহমান৷ তাও দুই দফায় দেড় বছরের বেশি সময় থাকতে হয়েছে আয়নাঘর নামক ভয়ঙ্কর কালো ঘরে।
এদিকে, জুলাই-আগস্ট গণহত্যায় নিহত-আহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক ভুক্তভোগী। ১৮ জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি।
ক্ষতিপূরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য নীতি প্রণয়ণের কমিটির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তৈরির দাবি তার।