মাহবুবুর রহমান ভূইয়া ডেমরা ঢাকা:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঢাকা—৫ আসনের প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী বলেছেন, বিগত দিনের মতো এখনোও আওয়ামী লীগ বিএনপিকে বিশে^র দরবারে সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি দিতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। বুধবার দপুরে রাজধানীর ডেমরার হাজীনগরে দৈনিক “কালবেলা”র দ্বিতীয় বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ নিজেরাই বাংলাদেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈরাজ্য তৈরীর নাটক সাজিয়ে বিএনপি—জামাতের ওপর দোষ চাপিয়ে দিয়েছে। আর বিশে^র কাছে নিজেদের সাধু সাজিয়ে বিএনপিকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছে যে ষড়যন্ত্র এখনো চলছে। গত ৫ আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো দেশে লুটাপাট, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপাতে চাইছে। এক্ষেত্রে তিনি আওয়ামী লীগের মতো নিজের দলীয় নেতাকর্মীদের দখলবাজি, চাঁদাবাজি ও স্ট্যান্ডবাজি না করার কঠোর হুশিয়ারী দিয়েছেন।
নবী উল্লাহ নবী বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ সরকার হিসেবে বুঝাতেও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। কিন্তু তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি জয়যুক্ত হয়ে দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর ঢাকা—৫ আসেন আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন করবো। তারপর দেশে আর সাংবাদিকদের স্বাধীনতা ক্ষুন্ন হবেনা। তাদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান। আর সাংবাদিকদের বাক স্বাধীনতা ফিরে আসলে দেশটা অনেক সুন্দর হয়ে যাবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচীব ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক লায়ন মীর আব্দুল আলীম, ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেন, ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুসা কলিমুল্লাহ, ঢাকা—৫ আসনের বিএনপি নেতা ফেরদৌস হোনের রনি। আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামানসহ স্থানীয় বিএনপি নেতা সকাল, জাকির ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে নবী উল্লাহ নবী দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।