সারাদেশ

শ্রমিকের পেটে যদি ভাত থাকে, তাদের কাজের উৎপাদনও বৃদ্ধি পাবে…সচিব এএইচএম সফিকুজ্জামান

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ১২:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর: 

শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা গেলে শিল্প-উৎপাদন বাড়বে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, শ্রমিকের পেটে যদি ভাত থাকে, তাহলে তাদের কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সচিব জানান, ইউরোপ ও আমেরিকার শ্রমিকরা যে ধরণের অধিকার ও সুযোগ সুবিধা পান, সেগুলো নিশ্চিত করতে বাংলাদেশ সরকারও শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ করছে। এ লক্ষ্যে ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করে একটি আধুনিক ও মানবিক আইন তৈরির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় মালিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং অন্যদিকে শ্রমিকদেরও উৎপাদন ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে এমন অযৌক্তিক কর্মসূচি এড়িয়ে চলা উচিত।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া এর আগে শ্রম সচিব ফরিদপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও খবর

Sponsered content