নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, ‘শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলে। জনগণের চাপে স্বাধীনতার কথা বলতে বাধ্য হন।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরিফ সোহেল আরো বলেন, ‘যুদ্ধের সময় ভারতে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতারা।’
বিদেশি প্রেসক্রিপশনে ‘৭২-এর সংবিধান রচনা করা হয়। ‘৭৫ সালে বাকশাল কায়েম করে পরাধীন করা হয় দেশের মানুষকে। ‘২৪-এর আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার দুপুর পৌনে ১২টায় শুরু হয় র্যালি। টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। বিজয় র্যালিতে অংশ নিতে সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হন ছাত্র-জনতা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
হাতে জাতীয় পতাকা আর কণ্ঠে বাংলাদেশ স্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার এলাকা।
বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। দেশব্যাপী পালিত হচ্ছে বিজয় উদযাপন।